Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মেসি ফ্যানদের স্কোয়াডে রাখবেন না কোচ

মেসি ফ্যানদের স্কোয়াডে রাখবেন না কোচ


বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকারে পা রাখার পরেই ফুটবল নিয়ে মার্কিন মুল্লকের দর্শকদের আগ্রহও বাড়ে। এর আগে যে দেশে ফুটবল নিয়ে মানুষের আগ্রহই ছিল না সে দেশের মানুষই এখন মেসির ম্যাচ দেখতে লাইনে দাড়াচ্ছে। এমনকি এক ইতিহাসের সঙ্গী হতে যাচ্ছে এমএলএসের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।


রোববার (২৮ এপ্রিল) ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। জিলেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে প্রায় ৬০ হাজার দর্শক উপস্থিত হওয়ার কথা। যেখানে মেসিকে দেখতে বিভিন্ন অঙ্গনের তারকাদেরও উপস্থিতি থাকবে তবে মেসিকে ঘিরে এত আয়োজনের পরেও একটি ব্যাপারে সতর্ক নিউ ইংল্যান্ড কোচ। তিনি চান না মেসির কোন ভক্ত আগামীকালের ম্যাচে তার দলে থাকুক।

তবে নিউ ইংল্যান্ডের কোচের অবশ্য চিন্তা করতে হতো না মেসিকে নিয়ে যদি এই ম্যাচটিতে মেসি না খেলতেন। মূলত কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হওয়ার কারণে শঙ্কা ছিল মেসি ও সুয়ারেজের এই ম্যাচে খেলা নিয়ে। ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো অবশ্য জানিয়েছেন সব খেলোয়াড় খেলার জন্য প্রস্তুত আছে।


মেসির মতো তারকা খেলবে দেখে স্বাভাবিক ভাবেই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত নিউ ইংল্যান্ড কোচ ক্যালেব পর্টার। এই কারণে মেসিদের বিপক্ষের ম্যাচে খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আমার মনে হয় এটা বোস্টনের খেলার ইতিহাসে সর্বোচ্চ (দ্বিতীয় সর্বোচ্চ) উপস্থিতির ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। আর এমন ম্যাচের জন্য আপনি যদি উজ্জীবিত হতে না পারেন, রোমাঞ্চিত হতে না পারেন এবং পারফর্ম করতে না পারেন, তবে আপনার ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই।

তবে পর্টার হুমকি দিয়ে রেখেছেন নিউ ইংল্যান্ডের যেসব খেলোয়াড় মেসি ভক্ত তাদের তিনি একাদশের বাইরে রাখবেন। তিনি বলেন, ‘দেখুন আমরা সবাই মেসি ভক্ত তবে তারা যদি মুগ্ধতায় আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই। আমি চেষ্টা করব যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তেমন কাউকে একাদশে না রাখার।’

Post a Comment

0 Comments